About Us

গাজী ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান সমূহ

ENA ENTERPRISE

২৩ শে জুন ২০১৩ইং তারিখে মেসার্স এনা এন্টারপ্রাইজ এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটি পাবলিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ কাজ ব্যতিত আই.টি. বিষয়ের সকল কাজ করা হয়। ৪টি দক্ষ আই.টি. টিম ও ব্যক্তি দ্বারা সকাল ৯:৩০ ঘটিকা হতে রাত ১১:০০ ঘটিকা পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজের জন্য খোলা থাকে।  ঠিকানাঃ  ৪৫/১, আজিমপুর  রোড,  লালবাগ, ঢাকা-১২০৫।

এনা এন্টারপ্রাইজের সেবা সমূহ

  • কম্পিউটার ও ল্যাপটপ ক্রয়/বিক্রয় সার্ভিসিং সহ সকল ব্রান্ডের, (নতুন অথবা পুরাতন)।
  • অফিস ম্যানেজমেন্ট কোর্স এবং গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
  • বেসিক হার্ডওয়্যার কোর্স করানো হয়।
  • সকল প্রকার অনলাইন আবেদন করা হয়।
  • ইন্ডিয়ান ভিসা প্রসেস ই-টিন, ভ্যাট রেজিষ্ট্রেশন ও জন্ম নিবন্ধনের আবেদন করা হয়।
  • অনলাইনে বাস, ট্রেন ও বিমানের টিকেট কাটা হয়।
  • কম্পিউটার কম্পোজ, সকল প্রকার প্রিন্ট, ফটোকপি, লেমিনেটিং, মগ, প্লেট ও টি-শার্ট প্রিন্ট করা হয়।
  • বিকাশ, নগদ, রকেট এবং সকল প্রকার মোবাইলের ফ্লেক্সিলোড করা হয়।
  • নতুন ই-পাসপোর্ট আবেদন, ই-কমার্স ওয়েব সাইট তৈরি, ওয়েব এ্যাফেলিয়েটিং, ভেরিফাইড ইউটিউব চ্যানেল তৈরি, আউট সোরসিং ইনকাম ট্রেনিং সহ আরো অনেক কাজের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান।
  • শিক্ষিত বেকারদেরকে প্রয়োজনীয় ট্রেনিং এর মাধ্যমে আত্মনির্ভশীল করে গড়ে তোলার জন্য এবং একজন সু-নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। যদি আপনি শিক্ষিত বেকার হন, তাহলে আজই যোগাযোগ করুন, ইনশাল্লাহ এনা আই.টি টিম আপনার পাশে থাকবে।
  • ওয়েব সাইট ডিভেলপমেন্ট এর কাজ করা হয়।

একটি ওয়েব সাইট হোক আপনার স্বপ্ন পূরণের মাধ্যম।

গ্রাহক সেবাই আমাদের প্রধান উদ্দেশ্য, দায়িত্ব এবং কর্তব্য। যোগাযোগঃ 09696-871210 ও 01538-165779 নম্বরে

এনা হ্যাচারী এন্ড ফিশারিজ লিঃ

দেশীয় অবকাঠামো ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সালের ২৩শে জুন তারিখে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত হাওয়ালভাঙ্গী গ্রামে সম্পূর্ণ নিজের ভূমির উপরে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। প্রকল্পটিতে অদ্যবধি দেশীয় মৎস উৎপাদনের কাজ চলছে। ভূমি অকেজো না রেখে উন্নয়নের কাজে লাগান।

এনা হ্যাচারী এন্ড ফিশারিজ লিঃ এর বিবরণঃ

দীর্ঘ ৬ বছর যাবৎ মৎস উৎপাদন গতিশীলতা বজায় রেখে, সমাজের শিক্ষিত বেককারদের করা হয়েছে কর্মসংস্থান। আর্থ-সামাজিক উন্নয়নে গাজী ফাউন্ডেশনের প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম। আমরা বাংলাদেশে বসবাসকারীরা এরকম মৎস্য খামার করতে পারলে এবং সাথে ধান, হাঁস ও মুরগীর চাষ অব্যহত রাখলে বেকারত্বের হার শূন্যতে নেমে আসবে।

বদলে গেছে এরা আসুন আমরাও নিজেকে বদলানোর চেষ্টা করিঃ

Gazi Jahangir Alam Eishan, Chairman, Gazi Foundation.