আমরা কিভাবে চলবো-

এমন কথা বলছেন রাস্তার পাশে ব্যবসা করা সকল অসহায় ব্যক্তি। আর কত দিন চলবে এই লক ডাউন, সামনে ঈদুল আজহা, বাকী মাত্র ২০ দিন। পকেটে টাকা নেই, ঘরে বাজার নেই এভাবেই কাটবে আমাদের জীবন। এনা ডেইলি নিউজ কে জানাচ্ছিলেন একজন অসহায় ব্যবসায়ী। তবুও কষ্ট করে হলেও বাঁচাতে হবে দেশ ও দেশের জনগণকে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, না হলে চলে আমাদের জীবন। এ কথা শুনে খুবই অবাক লগলো, একজন সবজী বিক্রেতার মূখে এমন দেশপ্রেমের কথা। পরে বুঝলাম ঐ সবজি বিক্রেতা শিক্ষিত বেকারত্বের দুঃসহ বেদনা আর সহ্য করতে না পেরে পরিবারের বোঝা কাধে তুলে নিয়েছেন নিজেই। তাই আজ সে সবজি বিক্রেতা।

স্টাফ কলামিস্ট

এনা ডেইলি নিউজ

Gazi Jahangir Alam Eishan

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *