স্টাফ রিপোর্টার

এনা ডেইলি নিউজ

বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপিতে কর্মরত পুলিশের সব সদস্যকে এই নির্দেশনা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মাসিক অপরাধ পর্যলোচলা সভায় জুন ও জুলাই, মাসে ডিএমপিতে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ১৬ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে, এমন তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্তে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে অবহিত করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, দেশে লকডাউনের ‘বিধি-নিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরো নিরলসভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
ENA Daily News

Gazi Jahangir Alam Eishan

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *